লালমোহন পৌর স্বেচ্ছাসেবকদল নেতা রবিনের মৃত্যু

এফএনএস (মোঃ শহিদুল ইসলাম; লালমোহন, ভোলা) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ১০:১৮ পিএম
লালমোহন পৌর স্বেচ্ছাসেবকদল নেতা রবিনের মৃত্যু

ভোলা জেলার আওতাধীন লালমোহন পৌরসভা স্বেচ্ছাসেবকদল নেতা রবিন হালাদার মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি--রাজিউন)। বুধবার ভোর ৪টার দিকে নিজ বাড়ীতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। তবে তিনি বিবাহিত ছিলেন বলে জানা গেছে, কিন্তু বিস্তারিত আর কিছু জানা যায়নি। তিনি লালমোহন পৌর ৪নং ওয়ার্ডের নয়ানি গ্রামের বাসিন্দা ছিলেন। ওইদিনই তার নামাজে জানযা শেষে পারিববারিক কবরস্থানে দাফন করা হয়।

রবিন হাওলাদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসির আলম চৌধরী রবিন ও লালমোহন উপজেলা সেচ্ছাসেবক দল নেতা মোঃ শহিদুল ইসলাম হাওলাদার।  রবিন হাওলাদারের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, পরিবারের সকল সদস্যকে যেন আল্লাহ তায়ালা ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন এবং মহান আল্লাহ তায়ার কাছে মরহুম রবিনের রুহের মাগফিরাত কামনা দোয়া প্রার্থণা করছি, যেন যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন।

আপনার জেলার সংবাদ পড়তে