ভোলার দৌলতখানে নিখোঁজ শিশুর লাশ খালে পাওয়া গেছে। শাহিনের বাবার নাম মৃত নয়ন। মা বিবি কুলসুম ঢাকায় বাসা বাড়িতে কাজ করেন। ১০ বছর বয়সী শাহিন দৌলতখান পৌরসভার ১ নং ওয়ার্ডে, পাতার খাল মাছঘাট এলাকায় নানীর কাছে থাকতো। নিখোঁজের একদিন পর তাকে তিন কিলোমিটার দূরে সুবেদার মোড় এলাকার ডগের খালের চরে মৃত সন্ধান মেলে। শাহিনের নানি রেনু বেগম সন্ধ্যা সাতটায় জানান, বুধবার বিকালে শাহীন খেলার সাথী অন্যান্য ছেলেদের সাথে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যার পর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান চেয়ে মাইকিং করা হয়। পরে আজ বৃহস্পতিবার দুপুরে তার মৃতদেহ মেঘনা তীর সংলগ্ন ডগের খালের চরে পাওয়া যায়।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপ মৃত্যু ডায়েরি করা হয়েছে।