গাজীপুর-৪, কাপাসিয়া আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভ্রান্তিকর বক্তব্য দেয়ায় দুলাল মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
১৬ নভেম্বর রোববার রাতে অভিযোগটি দায়ের করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
অভিযোগে জানা যায়, উপজেলার বারিষাব ইউনিয়নের ভিকারটেক গ্রামের মনুর উদ্দিনের পুত্র দুলাল মিয়ার (৪০) সাথে গিয়াসপুর গ্রামের তার মামার বাড়ির সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এনিয়ে উভয় পক্ষের মাঝে গাজীপুর আদালতে মামলাও রয়েছে। অথচ দুলাল মিয়া প্রতিপক্ষ রুহুল আমিনের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নানকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন। যা ভিডিও ধারণ করে Mojahid Live নামে একটি ফেসবুক আইডিতে ১৬ নভেম্বর পোস্ট দেয়া হয়েছে। এতে একতরফাভাবে শাহ রিয়াজুল হান্নানকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে অসত্য, মিথ্যা, বানোয়াট, দলীয় রাজনৈতিক, সামাজিক, পরিবারের ঐতিহ্য ও মানসম্মান বিনষ্ট করেছে।
এঘটনায় বাদী তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরেজমিনে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করার জন্য থানা পুলিশের প্রতি দাবি জানান। এছাড়া উদ্দেশ্যমূলক ভিডিও ধারণে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের বক্তব্য প্রচার না করায় সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব জানান, ভিডিও ধারণ ও প্রচারের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। ইন্সপেক্টর (তদন্ত) কে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।