মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৫, ০৭:৫৭ পিএম
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ

ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষা কার্যক্রম ৮ ম পর্যায় প্রকল্পের আওতায় প্রাক প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়ায় নায়েব সাহেবের বাড়ির সামনে অবস্থিত মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার প্রাংগনে সোমবার সকালে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামীক ফাউন্ডেশন, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের হিসাব রক্ষক ও ফিল্ড সুপার ভাইজার মো: শফিকুল আলম সারওয়ার। বিশেষ অতিথি ছিলেন ইফার মডেল কেয়ারটেকার হাফেজ মাও মাছুম বিল্লাহ,সাধারণ কেয়ারটেকার মাও মাহতাব উদ্দিন। ইফার নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষা কার্যক্রম ৮ ম পর্যায় প্রকল্পের শিক্ষক মাও আমিনুল হক ও ফারজানা আক্তার পলির আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন মডেল শিক্ষক আলেমা তাওহীদা আক্তার,মহিনন্দ ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল মুকিত মিনু,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল,সমাজকর্মী হেলাল মিয়া,জুলাই আন্দোলনের শিক্ষার্থী মাহবুব আলম, অভিভাবক সুমন মিয়া,ক্বারী মাও মোখলেছুর রহমান প্রমুখ। 

পরে কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ইফার দায়িত্বশীলদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এতদাঞ্চলেত প্রয়াতদের স্মরণে ও প্রয়াত অভিভাবকদের সম্পর্কে বিশেষ দুয়া করা হয়। এ সময় ইফার দায়িত্বশীলগণ, ইফার শিক্ষার্থী শিক্ষক,অভিভাবক ও কেন্দ্র পরিচালনা কমিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে