ভোলা - ২ (দৌলতখান - বোরহানউদ্দিন) এলাকায় ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লার প্রতীকের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দৌলতখান উপজেলার উপশহর বাংলাবাজার ফাতেমা খানম জামে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রার বহরটি বোরহানউদ্দিন উপজেলার দিকে বের হয়। শোভাযাত্রাটি বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট, বড়মানিকা, কাচিয়া, বোরহানউদ্দিন উপজেলা সদর, দেউলা, দরুন, বোরহানগঞ্জ, উদয়পুর, হাকিমুদদ্দিন, মনিরামপুর, কুঞ্জেরহাট, ডাওড়ি, দৌলতখানের উদয়পুর, খায়ের হাটের রাস্তার মাথা, নুর মিয়ার হাট, লাহাড়িজঙ্গল, দৌলতখান সদর, চরখলিফা, চরপাতা, দলিলউদ্দিন খায়ের হাট, মৃর্ধার হাট, মিয়ার হাট, চাউলতাতলা হয়ে বাংলাবাজার গিয়ে শেষ হয়। এর আগে
শোডাউনের প্রস্তুতিকালে ফাতেমা খানম জামেমসজিদ চত্বরে বিশাল সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী ভোলা - ২ মনোনীত প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম, জেলা শূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ কবির, বোরহানউদ্দিন উপজেলা আমির মাওলানা মাকসুদুর রহমান, দৌলতখান উপজেলা আমির হাসান তারেক হাওলাদার, উপজেলা সেক্রটারি মাওলানা আশ্রাফ উদ্দিন ফারুক প্রমুখ। শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেলের শোডাউনে দাঁড়িপাল্লার পক্ষে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। এসময় জামায়াতে ইসলামীর নেতাকর্মী সমর্থক, সহযোগী সংগঠন ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, পেশাজীবি ফোরাম, আইনজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করে দাঁড়ি পাল্লার সমর্থনে নির্বাচনী এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন।