ভোলার দৌলতখানে বিএনপি ধানের শীষ প্রতীকের বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে। বৃহস্পতিবার বিকেলে দৌলতখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিমউদ্দীন হাওলাদারের নেতৃত্বে পৌরশহরের উত্তর বাজার এলাকা থেকে শতাধিক মোটরসাইকেলের বিশাল এ শোভাযাত্রা বের হয়ে উপজেলার চরপাতার কাজির হাট, মুন্সির হাট , নৈমদ্দি বাজার হয়ে ভোলার উপশহর বাংলাবাজার প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিএনপির কর্মী- সমর্থক যোগ দেন । জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণকালে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নানা শ্লোগান দেন তারা। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিমউদ্দীন হাওলাদার বলেন, বিএনপি'র প্রার্থী হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে ধানের শীষ প্রতীকের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ । আগামী নির্বাচনে হাফিজ ইব্রাহিমকে বিপুল ভোটে বিজয় করার জন্য এলাকার ধর্ম বর্ণ সকলের প্রতি আহ্বান জানান তিনি।