বরিশালে নিজের নির্বাচনী এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) :
| আপডেট: ৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৬ পিএম | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩২ পিএম
বরিশালে নিজের নির্বাচনী এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

‘স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে মীরগঞ্জ সেতু নির্মাণ কাজ স্থগিত ছিল’ এমন বক্তব্য দিয়ে জনতার তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি রোববার বেলা ১টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মীরগঞ্জ ফেরিঘাটের পশ্চিম পাড়ে সেতু উদ্বোধন শেষে অতিথিরা চলে যাওয়ার পরে জনতার উদ্দেশ্যে বক্তব্য দিয়ে তোপের মুখে পড়েন। 

জানা গেছে,  রোববার বেলা ১১টার দিকে রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের ৮ম কিলোমিটারে আড়িয়াল খাঁ নদের পূর্বপাড়ে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপদেষ্টা ফাওজুল কবির খান ও ড. এম সাখাওয়াত হোসেন। পরে তারা পশ্চিম পাড়ে সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা করেন। ওই অনুষ্ঠানে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ উপস্থিত ছিলেন। 

উপদেষ্টাসহ অন্যান্য অতিথিরা চলে গেলে আসাদুজ্জামান ফুয়াদ উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘স্থানীয়রা চাঁদা চাওয়ায় সেতুর কাজ স্থগিত ছিলে। স্থানীয় একটি স্বার্থন্বেষী মহল ঠিকাদারী প্রতিষ্ঠান চাইনিজ কোম্পানীর কাছে বালু, পাথরসহ বেশ কিছু নির্মাণ সামগ্রী সরবরাহ করতে চেয়ে কিছুটা চাপ প্রয়োগ করেছে। ওই মহলটির কাছ থেকে নির্মাণ সামগ্রী নেওয়া না হলে চাঁদা দাবি করেন। এই কারণে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করেনি। তবে উপদেষ্টা, মন্ত্রী পরিষদ সচিব ও আমি নিজে (ফুয়াদ) ওই চাইনিজ কোম্পানির প্রতিনিধির সঙ্গে কথা বলে ভয়হীন ভাবে তাদের কাজ শুরু করতে বলায় কোম্পানি কাজ করতে রাজি হয়েছে। আগামি দিনে ওই স্বার্থন্বেষী মহলটি এভাবে চাঁদা দাবি করলে কিংবা তাদের নির্মাণ সামগ্রী কিনতে বাধ্য করতে চাইলে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দিতে পারে।’

ব্যারিস্টার ফুয়াদের এমন বক্তব্যের সঙ্গে সঙ্গে রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার ও তার সঙ্গে থাকা যুবদল ছাত্রদল নেতাকর্মীসহ শতাধিক জনতা ভুয়া ভুয়া বলে শ্লোগান দেন। তারা ফুয়াদকে দ্রুত বক্তব্য প্রত্যাহার করতে বলেন। কিন্তু ফুয়াদ বক্তব্য প্রত্যাহারে রাজি না হওয়ায় বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনতা শ্লোগান দিয়ে ফুয়াদের দিকে তেড়ে যান এবং তাকে বাবুগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করেন। পরে ব্যারিস্টার ফুয়াদ দ্রুতগতিতে গাড়ি করে স্থান ত্যাগ করেন। 

বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন বলেন, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সেতুর ক্রয় কার্যাদেশ হতে দেরি হওয়ায় কাজ শুরু হতে দেরি হয়েছে। কিন্তু সেতু উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার ফুয়াদ বাবুগঞ্জ উপজেলার সাধারণ মানুষকে চাঁদাবাজ বলে সম্মানহানী করেছেন। তার উপস্থিত জনতা এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে এবং ফুয়াদকে বাবুগঞ্জ উপজেলায় অবাঞ্চিত ঘোষণা করেছে।