দৌলতখানে হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৮ পিএম
দৌলতখানে হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ভোলার দৌলতখানে শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সচেতন নাগরিকবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় মাগরিব বাদ দৌলতখান মডেল জামে মসজিদে শহীদ হাদির আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠান শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে উপজেলা স্থানীয় আলেম ওলামা ও সাধারণ মুসল্লীদের সমন্বয়ে বিক্ষোভ মিছিলটি দৌলতখান পৌর শহর প্রদক্ষিণ করে। পরে দক্ষিণ বাজার সেলিম চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা ফয়েজুল্লাহ, প্রভাষক গোলাম মাওলা,  মোঃ রবিউল, মোঃ আজগর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই - আগষ্ট গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শহীদ হাদিকে হত্যা করে ইসলাম ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করা  হয়েছে। বক্তারা  হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এক হাদীকে হত্যা করা হলেও বাংলার ঘরে ঘরে লক্ষ হাদী তৈরি আছে।  যেকোনো মূল্যে দেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও ষড়যন্ত্র মোকাবেলা করে রুখে দেয়া হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে