পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. সত্তার হাওলাদার নামের এক ব্যাক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। গতকাল সকাল সারে সাতটার দিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে তার মৃত্যু হয়। মো. সত্তার উপজেলার ইদ্রকুল গ্রামের আশরাফ আলী হাওলাদারে ছেলে ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অবসরপ্রাপ্ত স্টোর কিপার।
বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. আকতারুজ্জামান জানান, সত্তার হাওলাদার শনিবার করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয়। তিনি (সত্তার হাওলাদার) বরিশাল না গিয়ে নিজ বাড়িতে বসেই চিকিৎসা নিতে গেলে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়। রোববার সকাল সাতটার দিকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসলে চিকিৎসারত অবস্থায় সারে সাতটার দিকে সত্তার হাওলাদারের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, মৃত ব্যাক্তি সত্তার হাওলাদার ও পরিবারের সদস্যদের নমুন সংগ্রহ করা হয়েছে।