রাজবাড়ী জেলা সদরের লক্ষীকোল এলাকায় তুহিন শেখ (৩২) নামে এক কাঠমিস্ত্রি কে কুপিয়ে হত্যা করেছে দূবৃত্তরা।
তুহিন সেখ লক্ষীকোল এলাকার মোঃ আবুল সেখের ছেলে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তুহিন সেখের ছোট ভাই সবুজ সেখ জানান,বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে রাতের খাবার খেয়ে বাড়ির সামনের রাস্তায় হাটাহাটির জন্য বের হয় তুহিন।এ সময় একদল দূবৃত্তরা তুহিনের গলায় কুপিয়ে জখম করে পালিয়ে যায়।আহত অবস্থায় তুহিনকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান,খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।নিহতের মৃতদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পরবর্তি আইনি কার্যক্রম চলমান।