নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ১৫ মার্চ ঈশ্বরদী-সৈয়দপুর রেলরুটের সৈয়দপুর রেলওয়ে স্টেশনের দুই কিলোমিটার আগে হাজারীহাট এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার লিটন মিয়ার অবৈধভাবে গড়ে তোলা গরুর খামারের সেমিপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৩ একর জমি উদ্ধার করা হয়। সৈয়দপুরে মোট ৮০৪ একর রেলওয়ে সম্পত্তি থাকলেও অবৈধ দখলে প্রায় দুই-তৃতীয়াংশ।
বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুরের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (এ ই এন) শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, টিন দিয়ে ঘিরে বাড়ির ভেতরে প্রাচীর করে গরুর খামার করে ওই এলাকার অবৈধ দখলদার লিটন মিয়া। খবর পেয়ে রেলওয়ে প্রশাসন ও জনবল ছাড়াই শুধু রেলওয়ে কর্মচারীদের সঙ্গে নিয়ে আমি সেখানে অভিযান চালিয়ে প্রায় ৩ কাঠা জমির অবৈধ স্থাপনা ভেঙে ফেলি।