গত ২৪ ঘন্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন করোনা সনাক্ত ও সন্দেহজনক আরও সাতজনের মৃত্য হয়েছে। এদিকে ফরিদপুর নতুন করে আরও ১১৯ জনের করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার ৪২ দশমিক ১৯।
যে সাতজনের মৃত্যু হয়েছে তার মধ্যে তিনজনের করোনা সনাক্ত হয়েছে এবং বাকি চারজন সন্দেহজনক।
এর মধ্যে ফরিদপুরে দুইজন করোনা সনাক্ত এবং তিনজন সন্দেহজাক। বাকি দুইজন রাজবাড়ীর। রাজবাড়ীর একজন করোনা সনাক্ত, অন্যজন সন্দেহজনক।
ফরিদপুরে করোনা সনাক্ত হয়ে মৃত্যু হওয়া দুইজনই নারী, এরা হলেন, ভাঙ্গার সোনাতলা গ্রামের হাসিনা বেগম (৮৫) অপরজন সদরের বিল মাহমুদপুর গ্রামের মনোয়ারা বেগম (৫৫)।
ফরিদপুরে মৃত্যুবরণকারী সন্দেহজনক তিনজন হলেন বোয়ালমারীর বাজিতখালী গ্রামের সুভাষ বালা (৭০), ভাঙ্গার তুজারপুরের আবদুল মান্নান (৬৫) ও আলফাডাঙ্গার হেলেঞ্চা গ্রামেনর মো. শাহজাহান (৭১)।
করোনা সনাক্ত হয়ে রাজবাড়ীর লক্ষ্মীনারায়নপুর গ্রামের নূরজাহান বেগম (৬৫) এবং করোনা সন্দেহে মৃত্যু হয়েছে রাজাবড়ীর চর লক্ষ্মীপুর গ্রামের মনিরুজ্জামান (৫০)।
গত ২৪ ঘন্টায় আরও ১১৯ জনের জনের করোনা সনাক্ত হয়েছে। এদিন পরীক্ষা করা হয়েছে ২৮২ জনের নমুনা। সনাক্তের হার ৪২ দশমিক ১৯। আগের ২৪ ঘন্টায় সনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৩৬।
ফরিদপুরে নতুন করে যে ১১৯ জনের করোনা সনাক্ত হয়েছে তার মধ্যে, ভাঙ্গায় ৮, বোয়ালমারীতে ৫, নগরকান্দায় ৫, মধুখালীতে ৪, সদরপুরে ৫ এবং ফরিদপুর সদরে ৮৫ ও সালথায় ১ জন।
ফরিদপুর সেভিল সার্জন কার্যালয় সুত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় নতুন সনাক্ত ১১৯ জন নিয়ে ফরিদপুরে করনো সনাক্তের সংখ্যা ১৩ হাজার ৪৪৬ জনে দাঁড়িয়েছে।
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে এ পর্যন্ত মারা গেছেন ২৩০ জন। ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোরানা সনাক্ত হয়ে আশে পাশের জেলার যে সব ব্যাক্তি মারা যান তাদের সিভিল সার্জনের প্রতিবেদনে ফরিদপুর সদরের বলে উল্লেখ করা হয়। তবে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত ফরিদপুর জেলায় করোনা সনাক্ত হয়ে মারা গেছেন ৯৪ জন।
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, ওই হাসপাতালে রোববার সকাল পর্যন্ত এ হাসপাতালে ২৫৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা সনাক্ত রোগী আছেন ২০০ জন। বাকি ৫৪ জন সন্দেহজনক।