কুড়িগ্রাম সদর উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে রমিছা বেগম (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ নভেম্বর) দুপুরের দিকে পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার পানাতিপাড়া গ্রামের নিজ বাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আবদুস সাত্তারের স্বামী পরিত্যাক্তা মেয়ে দুই সন্তানের জননী বাবার বাড়িতে থাকতো। নিহতের ছোটভাই মকমল হোসেন রাতে বিদ্যুতের লাইনে ব্যাটারী চালিত অটোরিকশা চার্জে দিয়েছিল। সকালে অটোরিকশা চার্জ থেকে খুলে নিয়ে গেলেও চার্জ দেয়া বিদ্যুতের তার ভুলবশতঃ অরক্ষিত রেখে যান। পরে রমিচা বেগম ওই তার গোছাতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল বাতেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নারীর মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।