কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলা নিয়ে গঠিত হয়েছে কিশোরগঞ্জ-৬ সংসদীয় আসন। এ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আওয়ামী লীগের একক প্রার্থী। অন্যদিকে বিএনপির প্রার্থী হবেন সিআইপি মোঃ শরীফুল আলম। তিনি কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি। বর্তমান সংসদে বিরোধী দল জাতীয় পার্টীর একক প্রার্থী লাঙ্গন প্রতীকের মনোনয়ন চেয়ে ভৈরব পৌর জাতীয় পাটীর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ও অভিনেতা শামীম আহম্মেদ ও বাংলাদেশ ইসলামি ফ্রন্ট থেকে মোমবাতি প্রতীকের মনোনয়ন চেয়ে জেলা সাধারণ সম্পাদক হাজী মোঃ রুবেল হোসেন ব্যাপকভাবে প্রচার প্রচারনা শুরু করেছেন। ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন ১ টি পৌরসভা ও কুলিয়ারচর উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৬ আসন। ভৈরব-কুলিয়ারচরে মোট ভোটার সংখ্যা ৩,৩২,৬১৪ জন। অধিক ভোটার নিয়ে এ আসনে দেশের বড় দুই রাজনৈতিক চলের ২ জন এ আসন থেকে প্রতিনিধিত্ব করবেন। এর বাইরেও আরও কয়েকটি রাজনৈতিক দলের সম্ভ্যাব্য প্রার্থীরা নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ নিয়ে ইতিমধ্যেই গণসংযোগ শুরু করে দিয়েছেন। জাতীয় পার্টির পৌর সিনিয়র সহসভাপতি সাংবাদিক ও অভিনেতা শামীম আহম্মেদ ব্যাপকভাবে নির্বাচনী প্রচারনা করে যাচ্ছেন। এ আসনে ইসলামি ফ্রন্টের রুবেল হোসেন গত সংসদ নির্বাচনেও অংশ নিয়েছিলেন। এবার তিনি ভৈরব-কুলিয়ারচর আসনে সংসদ নির্বাচনে ভোটারদের মন কাড়তে ব্যাপক প্রচারনা চালাচ্ছেন। কিশোরগঞ্জ-৬ ভৈরব-কুলিয়ারচর সংসদীয় আসনে প্রয়াত রাষ্ট্রপতি ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার তনয় পরবর্তী উপ-নির্বাচনে এ আসনে নাজমুল হাসান পাপন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এ এলাকার ব্যাপক উন্নয়নের প্রধান রুপকারই হলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও তার ছেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার ঐকান্তিক প্রচেস্টায় এলাকার স্বাস্থ্য সুরক্ষাসহ আধুনিক চিকিৎসা সেবার মান উন্নয়ন ও প্রসার ঘটেছে। এক সময়ে উন্নয়ন বঞ্চিত ভৈরব ও কুলিয়ারচর আাধুনিক শহরে রূপান্তরিত করতে গুরুত্বপুর্ণ ভূমিকা রেখেছেন নাজমুল হাসান পাপন। এ আসনে জাতীয় পার্টি থেকে ১ বার ও বিএনপি থেকে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। বিএনপি এ আসন উদ্ধারের মাঠে চষে বেড়াচ্ছেন। অন্যদিকে নেতারা তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা ও নির্বাচনী পথসভা করছেন। ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাদুল্লাহ মিয়া বলেন, কিশোরগঞ্জ-৬ নির্বাচনী এলাকাটি বরাবরই আওয়ামী লীগের ঘাটি। তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে ভালবাসে বলে তিনি ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নাজমুল হাসান পাপন এ এলাকার এমপি। তিনি ভৈরব কুলিয়ারচর ব্যাপক উন্নয়ন করেছেন। ১০০ শয্যা হাসপাতাল ট্রমা সেন্টার, বিসিক শিল্প নগরি, আইভি রহমান স্টেডিয়াম, পৌর শিশু পার্ক এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছেন। ভৈরব কুলিয়ারচর গৃহহীনদের জমি দিয়ে সহযোগিতা করেছেন। এবং বাড়ী তৈরি করে দিয়েছেন। তাই দলমত নির্বিশেষে সাধারণ মানুষ নাজমুল হাসান পাপনকে আবার ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশা করেন। ভৈরব উপজেলার আওয়ামলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, নাজমুল হাসান পাপন ছাড়া আর কোন বিকল্প নেই। সাধারণ মানুষ তাকে দ্বাদশ সংসদ নির্বানে এবারও নির্বাচিত করবেন। ভৈরব কুলিয়ারচর সরকার যে পরিমাণ উন্নয়ন করেছে তা দৃষ্টান্তমূলক। তবে এ আসনে আওয়ামী লীগ বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই হবে। অন্যদিকে বিএনপিও স্থায়ী কমিটির সদস্য দলীয় মনোনয়ন প্রত্যাসী কেন্দ্রীয় কমিটির বিভাগিয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সিআইপি শরীফুল আলম বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবেনা। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করার কোন সুযোগ নেই। আমার নির্বাচনী এলাকার ভোটাররা অপেক্ষায় রয়েছেন, কবে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবেন। জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে ভৈরব কুলিয়ারচরে ধানের শীষ মার্কা বিপুল ভোটে জয়লাভ করবে। ভৈরব উপজেলার বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন বিগত সময়ে কিশোরগঞ্জ-৬ ভৈরব কুলিয়ারচর আসনটিতে বিএনপি ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ আসনু পুন:উদ্ভধন করতে চায় বিএনপি। আর ভৈরব পৌর বিএনপির সভাপতি হাজী শাহীন বলেন, ভৈরব কুলিয়ারচর আসনে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ প্রার্থী নাজমুল হাসান পাপন জামানত হারানোর সম্ভাবনা রয়েছে। জাতীয় পার্টির দলীয় মনোনয়ন প্রত্যাশি পৌর জাতীয় পার্টির সহ সভাপতি সাংবাদিক ও অভিনেতা শামীম আহমেদ বলেন, দল আমাকে মনোনয়ন দেবেন। তাই আমি ভৈরব ও কুলিয়ারচরে মানুষের কাছে যাচ্ছি। তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো। অত্র এলাকার মানুষ জাতীয় পার্টিকে ভালবাসে বলে তিনি দাবী করেন। ইতঃপূর্বে ভৈরব কুলিয়ারচর উপজেলা ও পৌর জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের সম্মেলন এর মাধ্যমে সাংগঠনিকভাবে জোরদার করা হচ্ছে। ইসলামি ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার শাখার সাধারণ হাজী মোঃ রুবেল হোসেন বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে আমি মনোনয়ন পাবো। আমি ভৈরব কুলিয়ারচরে জনসংযোগ করছি।