কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে তিন বাংলাদেশি দালালসহ ২১ রোহিঙ্গা নারী পুরুষকে আটক করা হয়েছে। আজ বুধবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় মেরিন ড্রাইভের পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ২৪ জনের মধ্যে ১২ পুরুষ, ৬ নারী ও ৬ শিশু রয়েছে। টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য বেশকিছু রোহিঙ্গা কচ্ছপিয়া এলাকায় পাহাড়ে জড়ো হয়েছে,গোপন সূত্রে এমন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে তিন বাংলাদেশি ও ২১ রোহিঙ্গাকে আটক করা হয়। তবে এ সময় কোনো মানবপাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। ওসি জানান, আটক রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন দালালের মাধ্যমে সাগর পথে বোটে করে মালয়েশিয়া যাওয়ার জন্য তারা সেখানে জড়ো হয়।