বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বললেন, বাংলাদেশ জন্মের পর থেকেই আমরা লক্ষ্য করছি আমাদের যে পার্শ্ববর্তী সরকার তারা সবসময় আমাদের কন্ট্রোল করার প্রচেষ্টা চালায়। শুধু ফারাক্কা নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের ১৫৪টি নদীতে পানি দিতে তারা গড়িমসি করে যাচ্ছে। এই সমস্যার সমাধান করেনি, করা যাচ্ছে না।
বৃহস্পতিবার ফারাক্কা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর এক মহান প্রতিবাদী নেতা ছিলেন। তিনি ব্রিটিশ বিরোধী, পাকিস্তান বিরোধী এবং বাংলাদেশের সকল অন্যায় অবিচারের প্রতিবাদ করেছেন। আজকের এই দিনে স্বভাবজাতভাবেই তার যে অন্যায়ের প্রতিবাদ করা, বাংলাদেশের মানুষকে ভালোবাসা, স্বাধীনতার নিরাপত্তায় দেশের জনগণকে সম্পৃক্ত করে তিনি ফারাক্কা মার্চ করেছিলেন।
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তিস্তা নদীর পানি বন্টন, এই করছি, এই হচ্ছে এমন করে সময় শেষ করছে সরকার। এই যে ব্যর্থতা, এর মূল কারণ হচ্ছে সরকারে যারা আছে তারা পুরোপুরিভাবে একটা নতজানু সরকার। দেশের জনগণের স্বার্থে প্রকৃতভাবে যে একটা স্ট্যান্ড নেয়া দরকার সেটি নিতে তারা ব্যর্থ হচ্ছে। কারণ তারা দুর্বল।
‘ফারাক্কা দিবস মনে করিয়ে দেয় জনগণের শক্তির কাছে বড় কোনো শক্তি নেই।’