বকশীগঞ্জে পৌর ও বিএনপির সম্মেলন

এফএনএস (সরকার আবদুর রাজ্জাক; বকশীগঞ্জ, জামালপুর) : : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩৯ পিএম
বকশীগঞ্জে পৌর ও বিএনপির সম্মেলন

১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি- বার্ষিক সম্মলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন  উপজেলা বিএনপির আহবায়ক  মানিক সওদাগর।  সঞ্চালনা করেন পৌর বিএনপির আহবায়ক  জাহিদুল ইসলাম প্রিন্স।  

বকশীগঞ্জ খয়ার উদ্দীন মাদরাসা মাঠে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন  বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে  সম্মেলনের কার্যক্রম উদ্বোধন করেন।  সম্মেলনে বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। সকাল থেকেই নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভা মঞ্চে উপস্থিত হন।  জনসভা এক সময় জনসমুদ্রে পরিনত হয়।  কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহা সচিব হাবিব উন নবী সোহেল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অজ্ঞাত কারণে উপস্থিত ছিলেন না । সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন,  উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর, পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স,  পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার ও পিপি এডভোকেট আনিসুজ্জামান গামা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW