সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ডিসেম্বর) বেলা ১১টায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, মসজিদের ইমাত, পুরোহিতসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, থানা জামে মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলাম আজিজী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক ইলাদেবী মল্লিক, সমাজসেবক শেখ নাজমুল ইসলাম, ছাত্র সমন্বয়ক আমির হাসজা ও মারুফ বিল্লাহ প্রমুখ।