বরিশালে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৪, ০২:৩৪ এএম
বরিশালে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান

মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন জেলা প্রশাসন। সোমবার বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান ৮০ জন বীর মুক্তিযোদ্ধাদের (মরণোত্তরসহ) সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওছার। জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন, রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, এবায়দুল হক প্রমুখ।


আপনার জেলার সংবাদ পড়তে