আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতিকে সম্বার্ধনা

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪১ এএম
storage/2024/december/22/news/162676801e2b143a.jpg

বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. মাহাবুবুল ইসলাম মাহাবুবকে রবিবার সকালে উপজেলার পয়সা বন্দরে স্থানীয় জনতা সম্বার্ধনা দিয়েছে।  এসময় নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। এসময় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো.মাহাবুবুল ইসলাম মাহাবুব বলেন, বিগত তাবেদারি সরকারের হাত থেকে আমরা সাংবাদিকরাও হামলা মামলা থেকে রেহাই পাইনাই। দেশ নতুন ভাবে স্বাধীন হবার পরে প্রেসক্লাবে গনতন্ত্র ফিরে আসছে। ১৭ বছর পরে প্রেসক্লাবে নির্বাচন হয়েছে। আমি সাংবাদিকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছি। আমি সাংবাদিকদের পাসে থাকবো। একজন সাংবাদিক সকল বাধাঁ উপেক্ষা করে সত্যতার পক্ষে থাকে। বিভিন্ন বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্টের নতুন স্বাধীন দেশের  জন্য সাংবাদিকদেরও ভূমিকা রয়েছে। সাংবাদিকরা তাদের জীবনের ঝুঁকিনিয়ে ছবি ও ভিডিও এবং সংবাদ প্রচার করেছিলেন। আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকেরা সত্য সংবাদ প্রচার করবেন। সাদাকে সাদা কালোকে কালো বলবেন এটাই আমাদে দাবি। গতকাল রবিবার আগৈলঝাড়া উপজেলার পয়সা বন্ধরে সমাজ সেবক আব্দুর রব মিয়ার সভাপতিত্বে স্থানীয় জনতা আগৈলঝাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. মাহাবুবুল ইসলাম মাহাবুবকে  সম্বার্ধনা দিয়েছে। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শেখ আব্দুল মান্না, ফিরোজুর রহমান লালু, শেখ মোহাম্মাদ বাবুল হোসেন, শোভন রহমান মনির, এস এম ফারুক হোসেন, রাশেদুল ইসলাম টিটন, মেজবা উদ্দিন শিকদার ফারুক ইনলাম প্রমূখ। উল্লেখ্য: আগৈলঝাড়া প্রেসক্লাবে গত ১৮ ডিসেম্বারনির্বাচিন অনুষ্ঠিত হয়েছিলো।

আপনার জেলার সংবাদ পড়তে