দেশবরেণ্য চিত্রশিল্পী, শিক্ষাবিদ, শিল্পসমালোচক, গণসংগীতকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাক্তন ডিন, সিপিবি সদস্য অধ্যাপক মতলুব আলী আর নেই। সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এ বরেণ্য শিল্পীর মৃত্যুতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ এক শোক বার্তায় সমাজ প্রগতি ও মানুষের অধিকারের স্বপক্ষে আজীবন নিবেদিত শিল্পী সংগ্রামী মতলুব আলীর শোকাহত স্বজন ও সহযোদ্ধাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, জীবনঘনিষ্ঠ শিল্পচর্চা ও শিল্পমনষ্ক সমাজ গড়ার শিক্ষা বিস্তারে অধ্যাপক মতলুব আলী আজীবন নিয়োজিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, প্রায় হাজার তিনেক ছবি এঁকেছেন তিনি। নাটক, উপন্যাস, গান লিখেছেন অনেক। সুরও দিয়েছেন বহু গানে। যতদিন নিপীড়ত জনতার সংগ্রাম চলবে, ততদিন তিনি বেঁচে থাকবেন ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর তার লেখা বিখ্যাত গান ‘লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়’-এর ধ্বনিতে। মঙ্গলবার, বিকেল ৪টায় প্রয়াত অধ্যাপক মতলুব আলীর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে সর্বজনের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে নেয়া হবে। উল্লেখ্য, মতলুব আলীর বাড়ি রংপুরের মুন্সীপাড়ায় (মাদরাসা রোড), জন্ম ১৩৫৩ বঙ্গাব্দে। রংপুর জিলা স্কুল থেকে ১৯৬৩ সালে মাধ্যমিক সম্পন্ন করেছেন। উচ্চ মাধ্যমিক পড়েছেন কারমাইকেল কলেজের বিজ্ঞান বিভাগে। পরে ঢাকা আর্ট কলেজে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৮৭-৮৮ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার স্ত্রী খ্যাতিমান হাওয়াইয়ান গিটারিস্ট রেহানা সুলতানা।