গাজীপুরের কাপাসিয়া হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে 'প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট' বালক ও বালিকাদের উপজেলা পর্যায়ে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় বালিকা দলের খেলায় বাওরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে খেলায় খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ০৩-০ গোলে বিজয়ী হয়েছে । দুপুর সাড়ে ১২ টার সময় একই ভ্যেনুতে কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার অনুষ্ঠিত খেলায় কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ০৩--০ গোলে বিজয়ী হয়েছে। বিজয়ীরা জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন। খেলায় ভূলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও রায়নন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম যৌথভাবে রেফারির দায়িত্ব পালন করেন। কাপাসিয়ায় ১'শ ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশ গ্রহণে হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন এবং বালক-বালিকা উভয় দলের পুরো খেলা উপভোগ করেন উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত সহকারী শিক্ষা অফিসারগণ ও বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ, ছাত্রছাত্রী, অভিভাবক। উত্তেজনাপূর্ণ উপভোগ্য খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।