নীলফামারীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ১৭ নভেম্বর, ২০২৫, ০৪:৩৫ পিএম | প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৫, ০৪:৩৫ পিএম
নীলফামারীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ

নীলফামারীর ডিমলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর এটির আয়োজন ছিল ডিমলা বিজয় চত্বরে। দাঁড়াও সাম্য ন্যায়ের ভোরে এ স্লোগানকে সামনে রেখে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশের আয়োজন করা হয়। ডিমলা বিজয় চত্বর সমাবেশে উপস্থিত ছিলেন,নীলফামারী এক আসনের এমপি প্রার্থী  অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

এসময় তিনি বলেন,শ্রমিক সমাজ দেশের উৎপাদন ব্যবস্থার প্রাণশক্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই।

তিনি আরও বলেন,নানা বাঁধা ও দমননীতি সত্ত্বেও ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা থেমে নেই। দেশের রাষ্ট্রীয় ও সামাজিক পরিসরে ইসলামী শ্রমনীতি প্রবর্তনের মাধ্যমে প্রকৃত ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান তিনি। 

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে এসে শেষ হয়। র‌্যালি ও সমাবেশে ডিমলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো শ্রমিক ও সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বিশাল এই জনসমাগমে বিজয় চত্বর যেন পরিণত হয় শ্রমিকদের দাবির এক মিলনমেলায়।

আপনার জেলার সংবাদ পড়তে