রংপুরের পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র বিশ্বব্যাংকের অর্থায়নে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর পরিচালিত প্রকল্পের আওতায় তিন মাস মেয়াদী শর্ট কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার প্রশিক্ষণ টিটিসি’র কনফারেন্স রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন টিটিসি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জিয়া উদ্দিন। সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন ও পুলিশ পরিদর্শক নাহিদ ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন ইন্সপেক্টর মশিউর রহমান,কেয়ার টেকার শাহজাহান আলী। প্রশিক্ষক মুকুল হোসেন,জাহাঙ্গীর আলম,শাকিলা আক্তার সুমনা, সোহাগ মিয়া, সবুজ মিয়া, আবুল বাশারসহ আরো অনেকে। সভার শুরুতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়া উদ্দিন প্রশিক্ষণ কেন্দ্রের সামগ্রিক কার্যক্রম তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও পপি খাতুন বলেন, তোমরা এখানে যে প্রশিক্ষণ নেবে, তা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করবে-এটাই আমাদের প্রত্যাশা। একজন দক্ষ মানুষ কখনোই পরনির্ভরশীল থাকে না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শর্ট কোর্সে মোট ১২০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। তাদের কম্পিউটার অপারেশন, গ্রাফিক ডিজাইন, ইলেকট্রিক্যাল, মোটর ড্রাইভিং ও মোবাইল সার্ভিসিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।