বিজয়ী নারী উন্নয়ন সংস্থা উদ্যোগে পুরান বাজার ৩নং ওয়ার্ড দাসপাড়ায় কম্বল করা হয়। ২৪শে নভেম্বর সোমবার পুরানবাজারের দাসপাড়ার বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বিজয়ীর শীতের উষ্ণ ভালবাসার উপহার কম্বল বিতরন করেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।
এ সময় বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন গত সপ্তাহে আমরা এই এলাকাবাসীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করেছিলাম এবং শতাধিক কম্বল বিতরন করেছিলাম। কিন্তু আগত রোগীর সংখ্যা বেশী হওয়ায় সবাই কম্বল দিতে পারি নাই। তাই আজকে আমি নিজেই বাড়ি বাড়ি গিয়ে কম্বল দিয়ে আসি আর এলাকাবাসীর উষ্ণ ভালবাসা গ্রহন করি। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ মিজানুর রহমান, এলাকার সুধীজনসহ বিজয়ীর ভলেনটিয়ারবৃন্দ।