হাটহাজারীতে অধ্যাপক আবদুল মালেক চৌধুরীর পক্ষে দাঁড়িপাল্লার সমর্থনে

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ০৬:৫৮ পিএম
হাটহাজারীতে অধ্যাপক আবদুল মালেক চৌধুরীর পক্ষে দাঁড়িপাল্লার সমর্থনে

চট্টগ্রামের হাটহাজারীতে জামায়াতে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দাড়ি পাল্লার সমর্থনে  সম্প্রীতি সমাবেশ গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং সড়ক সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে  অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরীর সভাপতিত্বে  সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে ছিলেন চট্টগ্রাম- ৫ (হাটহাজারী- বায়েজিদ) আসনে জামায়াত মনোনীত এমপি  প্রার্থী অধ্যাপক আবদুল মালেক চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য  আবদুল কুদ্দুস

সংগঠনের  এসিসট্যান্ট  সেক্রেটারী মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা জামায়াতের সাবেক আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক  বাবলু দাশ,ডা.এস কে তালুকদার, ব্যবসায়ী উজ্জ্বল শীল, ডা.শিমুল রুদ্র ও সাধন বিকাশ রুদ্র। স্বাগত বক্তব্য রাখেন, হাটহাজারী পৌরসভা আমির মাস্টার মাহমুদুল করিম।

সম্প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সনাতনী হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী নারী পুরুষসহ নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে