ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার বিকেল ৫টায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বরগুনা-১ আসন (সদর, আমতলী ও তালতলী) এর ৩টি উপজেলার মধ্যে পায়রা নদীর পূর্ব পাড়ের তালতলী ও আমতলী এ ২টি উপজেলার মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মশিউর রহমান আকন নামে একজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার বিকেলে
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নিকট তার মনোনয়ন পত্র দাখিল করেছেন। স্বতন্ত্র প্রার্থী মো. মশিউর রহমান আকন বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক। আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।