ভোলার দৌলতখানে পৃথক উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৫ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার দৌলতখান পৌর শহরের ৪ নং ওয়ার্ডে সরকারি খতিয়ান ভূত ১ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, দীর্ঘ কয়েক বছর ধরে একটি অসাধু চক্র অনৈতিক ভাবে ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রভাব বিস্তার করে জনস্বার্থে ব্যবহৃত জমিতে ঘর উত্তোলন করে জবর দখল করে রাখে। উদ্ধারকৃত ওই জমিটি ছিল সরকারি হালিম সাগর পুকুর ব্যবহারের একমাত্র পথ। এতদিন ওই পথটি বন্ধ থাকায় জনগণের আসা-যাওয়া ও বাজারের ব্যবসায়ী সহ সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়েছিল। অপরদিকে উপজেলার চরপাতা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নৈমদ্দিন হাট বাজারে অবৈধ দখলকৃত ৪ শতাংশ সরকারি জমি উদ্ধার করা হয়। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদারের নেতৃত্বে একটি টিম এ উদ্ধার অভিযান পরিচালনা করেন। সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার বলেন, চরপাতা ইউনিয়নের সিপন ও সবুজ দুই ভাই সরকারি জমিতে অবৈধভাবে ব্যবসায়ী প্রতিষ্ঠান নির্মাণ করে। সরকারের খতিয়ানভুক্ত খাস জমি দখলে নেয়। ওই জমিতে অবৈধ স্থাপনা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করায় তাদেরকে নোটিশ দেওয়া হলেও তারা নির্মাণ কাজ বন্ধ করেনি।