রংপুরের পীরগঞ্জে উদ্বোধনের আগেই শেষ হয়ে গেছে সংকীর্ণ পরিসরে আয়োজিত প্রানী সম্পদ প্রদর্শনী। বৃহস্পতিবার প্রানী সম্পদ কার্যালয় প্রাঙ্গনে ওই প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রানী সম্পদ বিভাগ। সরেজমিন দিয়ে দেখা যায়,পঞ্চাশটি ষ্টলের স্থলে মাত্র ২৪ টি ষ্ট দেয়া হয়েছে। তাও আবার ৪ টি ওষুধের ষ্টল সহ। উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তাডাঃ তাজুর ইসলাম স্বীকার করে বলেন-স্কুরের ছাত্র ছাত্রী নেই তো তাই লোকজন কম মনে হচ্ছে। যে ক’টি ষ্টল দেয়া হয়েছে, সেগুলোতে দুর্লভজাতের কোন প্রানীই ছিল না। খামারীরা জানায়, প্রচন্ড গরমে ফ্যান না থাকায় বড় জাতের কোন গরু নিয়ে আসা সম্ভব হয়নি। কয়েকটি গরু ছাগল,কবুতর লাভ বার্ড ও ২ টি দুম্বা ছাড়া মেলায় কোন প্রানী আনা হয়নি। অন্যান্য জাতের প্রানীগুলোর ক্ষেত্রেও কোন সহযোগিতা না করায় তারা তাদের দামী কোন দুর্লভ জাতের প্রানী নিয়ে আসতে সাহস করেননি কোন খামার মালিক। মোটকথা দায়সারা ধরনের আয়োজন করে ওই কর্মকর্তা মেলার সিংহভাগ অর্থ তছরুপ করেছেন মর্মে অভিযোগ উঠেছে। এসব তথ্য অবগত হবার পর জাতীয় সংসদের স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করার কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত আসেননি। যে কারণে দিনব্যাপী আয়োজিত প্রানী সম্পদ প্রদর্শনী উদ্বোধনের আগেই শেষ হয়ে যায়। একটি সুত্র জানায়,মেলার জন্য দুই লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দ থাকলেও ১ লাখ টাকাও ব্যায় করা হয়নি। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।