আদর্শিক ক্রীড়া সংস্থা বিনির্মাণ শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ প্রেসক্লাবে গতকাল রাতে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ আল মাসুম।। উক্ত আলোচনা সভায় বক্তৃতা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ এনামুল হক উমর,অশু কুংফু এর আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় খাইরুল ইসলাম, ইংলিশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সায়েদুল বাসার খান সায়েম, কলা মিস্ট এ আই মুহসিন,সদ্য ৫ম বাংলাদেশী হিসেবে হিসেবে ,আমা দাবলাম পর্বত চূড়া আরোহন কারী তানভীর হাসান শাওন, অ্যাডভোকেট ফয়জুল করিম মবিন, শাহাদাত হোসেন জেরী, তানভীর রবিন,সুমন, দিদারুল আলম ইপেল,জাকির হোসেন, মোঃ তারিকুল ইসলাম রোমান, শাওন হাসান, অরূপ লোহ সনি,সোহানুর রহমান, তানজিদ হাসান,এডভোকেট আমানুল্লাহ আমান, তৌহিদ এলাহী, আফরান, একরামুল হক, বাবু,বাপ্পা পাল, মাহবুবুল আলম, রেজাউল হাসান জুনায়েদ,সোহেল রানা, শ্যামল হক, মোশাররফ হোসেন রানা, জিন্না, আলামিন, প্রমুখ। উক্ত আলোচনা সভায় সভাপতি তার সমাপনী বক্তব্যে সভাস্থলের সম্মানিত উপস্থিতি বৃন্দের উক্ত দাবির প্রেক্ষিতে "সত্য সুন্দর সভ্য সমাজ বিনির্মানে খেলার পরিবেশ ও খেলোয়ার তৈরি করার উদ্যোগ গ্রহন করার লক্ষে কিশোরগঞ্জস্থ ফ্রেন্ডস ফর স্পোর্টস অ্যাসোসিয়েশন এর নাম প্রস্তাব করেন, এবং সকলের সম্মতিতে তা গৃহীত হয়। উক্ত আলোচনা সভাটি সঞ্চালনা করেন মওদুদ আহমাদ ও প্রভাষক শেখ জাকির হোসেন সুমন। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের সম্মানিত নাগরিক, ক্রীড়া সংগঠক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন খেলোয়াড় বৃন্দ।