 |
সেনবাগে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকেলে শহীদ তরিক উল্লাহ বীর বিক্রম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ছাতাপাইয়া ইউনিয়ন ফুটবল দল ১-০ গোলের ব্যবধানে কাবিলপুর ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার চ্যাম্পিয়ন কাপ তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর বিক্রম শহীদ তরিক উল্লাহ সন্তান আওয়ামীলীগ নেতা লায়ন জাহাঙ্গীর আলম মানিক। এসময় সেনবাগ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন আজাদী, কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, ছাতাপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদ হায়দার, পিআইও মো: আবু বকর, মহিলা বিষয়ক কর্মকর্তা সফি উল্যাহ, জাইকার প্রতিনিধি আতিকুল ইসলাম, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আউয়াল,সহ সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,কাবিলপুর ইউনিয়ন আওয়ামীগেরর সসাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আজাদ হোসেন,শিক্ষক,সাংবাদিক, খেলোয়াড় সহ ক্রীড়ানুরাগীরা।টুর্ণামেন্টে মোট ১০ টি দল অংশ নেয়।