কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে ও মুক্তির দাবীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ কর্মসূচীতে আওয়ামী আইনজীবীদের বাঁধা দানকে কেন্দ্র করে হাতাহাতি ও উভয়ের মাঝে ধাওয়ার পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, রোববার দুপুর আড়াইটায় বগুড়া জেলা জজ আদালতের প্রধান ফটকের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা মানব বন্ধন কর্মসূচি পালনের লক্ষে একটি খন্ড মিছিল করে এগিয়ে যাবার সময় বেগম জিয়ার মুক্তির দাবীতে স্লোগান দিতে শুরু করে। ওই সময় তাদের মিছিলটি প্রধান ফটকের দিকে এগিয়ে যাবার সময় বিরাট পুলিশী বাধার মুখে পরে। ঠিক একই সময় আওয়ামী আইনজীবীরা একটি ব্যানার নিয়ে এসে আইনজীবী ফোরামের মিছিলের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দিতে শুরু করে। এ সময় উভয় পক্ষ স্ব স্ব পক্ষে শ্লোগান দিতে থাকে। ওই সময় কতিপয় আওয়ামী আইনজীবীরা বিএনপি পন্থী আইনজীবীদের বিক্ষোভ কর্মসূচি বন্ধ করতে বললে উভয়ের মাঝে উত্তেজনা দেখা দেয়। এর একপর্যায়ে উভয় পক্ষের মধ্য ধাক্কাধাক্কি হাতাহতিতে রুপ নেয়। এ সময় গোটা আদালত চত্বরে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। আদালতে আসা নারী আইনজীবী ও উপস্থিত সাধারন মানুষের মধ্য তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় বগুড়া সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি সার্বিক) এমদাদ হোসেন এর নের্তৃত্বে একদল দাঙ্গা পুলিশ উভয়ের মাঝে অবস্থান নেয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ জাতীয়তাবাদী আইনজীবীদের গওহর আলী ভবনের ভিতরে ঢুকিয়ে দিয়ে কলাপসেবল গেট বন্ধ করে দেয়। এ সময় তারা ভবনের ভিতর থেকেই স্লোগান দেয়। অপরদিকে আওয়ামী আইনজীবীরা ভবনের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এতে আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ উভয়ের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এব্যাপারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবদুল বাছেদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা বেলা আড়াইটায় একত্র হয়ে মিছিল বের করলে আওয়ামী আইনজীবীরা তাদের কোন কর্মসূচি না থাকা সত্বেও তারা আমাদের বিক্ষোভ কর্মসূচি ভুন্ডল করার উদ্দেশ্যে হামলা করে। অপরদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারন সম্পাদক অ্যাডভোকেট নরেশ কুমার মুখার্জ্জী বলেন, পূর্ব থেকেই সিদ্ধান্ত আছে আদালত চত্বরে কোন রাজনৈতিক সভা সমাবেশ করা যাবে না। এ বিষয়ে অবগত হওয়া সত্বেও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল বের করলে আমরা তা প্রতিহত করার চেষ্টা করেছি।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Fairnews24.com, starting the journey from 2010, one of the most read bangla daily online newspaper worldwide. Fairnews24.com
has the highest journalist among all the Bangladeshi newspapers. Fairnews24.com also has news service and providing hourly news to
the highest number of online and print edition news media. Daily more then 1, 00,000 readers read Fairnews24.com online news. Fairnews24.com is
considered to be the most influencing news service brand of Bangladesh. The online portal of Fairnews24.com (www.fairnews24.com) brings latest bangla news
online on the go.
৪৮/১, উত্তর কমলাপুর, মতিঝিল, ঢাকা-১০০০ ফোন : +৮৮ ০২ ৯৩৩৫৭৬৪