 |
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪, কাপাসিয়া আসনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন তাজউদ্দীন আহমদ কন্যা সিমিন হোসেন রিমি, এই খবরে গতকাল রোববার রাতে কাপাসিয়ায় দলীয় নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেছে। রাত সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের নিকট খবর আসার সাথে সাথে তারা নৌকা মার্কায় ভোট চেয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দীন সেলিম, সাধারণ সম্পাদক ও সদরে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবদুর রউফ দর্জী, সাংগঠনিক সম্পাদক পারভেজ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কানিজ ফাতেমা রুহিতা, ছাত্রলীগের সাবেক নেতা রাজিব ঘোষ, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মামুনসহ শতাধিক নেতা-কর্মী মিছিলে অংশগ্রহণ করেন। সিমিন হোসেন রিমি’র মনোনয়ন পাওয়ার বিষয়টি কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ¦ মুহম্মদ শহীদুল্লাহ্ নিশ্চিত করেছেন।
উল্লেখ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর কাপাসিয়ার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বেশ কয়েক দিন যাবত নানামূখি জল্পনা-কল্পনা চাউর হচ্ছিল। তাজউদ্দীন আহমদ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ছাড়াও আওয়ামী লীগ দলীয় মনোনয়ন চেয়ে একাধিক নেতা ফরম কিনেছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি আলহাজ¦ মোতাহার হোসেন মোল্ল্যা, কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা আলম আহমদ ও কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা হাবিবুর রহমান আকন্দ মনোনয়ন চেয়ে ফরম কিনেছিলেন।